৪ অক্টোবর হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার হওয়া নিশ্চিত হয়েছিল মনন রেজা নীড়ের। ৩৮ দিন পর ১১ নভেম্বর ফিদে জোন কাউন্সিলের সভায় নীড়ের আন্তর্জাতিক মাস্টার টাইটেল পদক আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়। আজ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশন ফিদের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও সনদ পেয়েছে।
মনন রেজা নীড় বাংলাদেশের দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ১৯৮১ সালে নিয়াজ মোর্শেদ ১৫ বছর ৫ মাসে বয়সে এই টাইটেল পেয়েছিলেন। ৪৩ বছর এই রেকর্ড নিয়াজের অধীনে ছিল। মনন রেজা নীড় ১৪ বছর ৪ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন।
দাবার সর্বোচ্চ টাইটেল গ্র্যান্ডমাস্টার। বাংলাদেশে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা পাঁচ। গ্রান্ডমাস্টার হওয়ার আগের ধাপ আন্তর্জাতিক মাস্টার। বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারও পাঁচ জন। তাদের মধ্যে শুধুমাত্র ফাহাদ রহমানের একটি জিএম নর্ম রয়েছে। গ্র্যান্ডমাস্টার হতে ২৫০০ রেটিং ও তিনটি জিএম নর্ম প্রয়োজন। আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগরের জিএম নর্ম নেই। আরেক আন্তর্জাতিক মাস্টার জিল্লুর রহমান চম্পক দীর্ঘদিন দাবার বাইরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।