আগামী রবিবার থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের দ্বিতীয় ম্যাচ। বৃহস্পতিবার কষ্টে পাওয়া জয় আসন্ন ম্যাচের জন্য আত্মবিশ্বাসী করে তুলছেন জামাল ভূঁইয়াদের। ১-০ গোলে জেতার পরের দিন বাংলাদেশ দল অনুশীলনে নেমে গেছে। এদিন রিকভারিকে গুরুত্ব দিয়েছে তারা।
প্রথম ম্যাচে চোট পেয়েছেন রাকিব হোসেন। সেরে উঠে দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা এখনও শঙ্কার মধ্যে ঝুলছে। তাকে নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি টিম ম্যানেজার আমের খান। অনুশীলন ও রাকিবকে নিয়ে তার ভাষ্য, ‘আজ ১০-১২ টা পর্যন্ত রিকভারি সেশন ছিল। ফান, গেমস, যেগুলো করলে মানসিকভাবে ছেলেরা ভালো বোধ করে, সেগুলো করা হয়েছে। রাকিব গতকাল চোট পেয়েছে, তার চিকিৎসা চলছে।’
প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস দ্বিতীয়টিতেও কাজে লাগবে মনে করেন আমের, ‘সবার মধ্যে একটা টেনশন কাজ করছিল, প্রথম ম্যাচ, অনেক দিন পর খেলা, ভুটানের এ মাঠে আগের একটা অভিজ্ঞতা ছিল, যেটায় আমরা ভালো ফল করতে পারিনি। সেখান থেকে সব দুশ্চিন্তা দূর করে একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি, সেই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছি।’
পঞ্চম মিনিটে শেখ মোরসালিন করেন গোল। সেই লিড ধরে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। শুরুতেই গোল করে তা ধরে রাখায় খেলোয়াড়দের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বেড়েছে মনে করেন তপু বর্মণ, ‘আমাদের যে লক্ষ্য ছিল, কোচের যে দর্শন ছিল, আমার মনে হয় আমাদের টিম ওয়ার্ক ভালো ছিল এবং সেটা আমরা প্রয়োগ করতে পেরেছি (প্রথম প্রীতি ম্যাচে)। দেখুন, আমরা অনেক পরিশ্রম করেছি।’
দ্বিতীয় ম্যাচেও শুধু জয়ের কথা ভাবছে বাংলাদেশ, বললেন তপু, ‘আমাদের এখন জয় ছাড়া কোনও বিকল্প নেই। এরই মধ্যে এখানে আমরা মানিয়ে নিয়েছি। প্রথম ম্যাচ কঠিন ছিল, এরই মধ্যে সেটা জিতেছি। মানসিকভাবে আমরা এখন চাঙ্গা। প্রতিটি খেলোয়াড় আত্মবিশ্বাসী। এটা পরের ম্যাচের জন্য জরুরি। আমার মনে হয়, আমরা যদি একই কাজ (করতে পারি), একই নিবেদন নিয়ে মাঠে নামি, তাহলে নিশ্চিতভাবেই আমরা জিতবো।’
জয়ের পেছনে ধৈর্য বড় ভূমিকা রেখেছে মনে করেন তিনি, ‘আমরা সবচেয়ে বেশি উপকার পেয়েছি এখানে সাত দিন আগে আসায়। আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পেরেছি। পরিকল্পনা মোতাবেক খেলতে পেরেছি। আমাদের কালকের ম্যাচটা যদি দেখেন, আমরা কোনও তাড়াহুড়ো করিনি। আমার মনে হয়, কাল আমাদের জয়ের জন্য এটা বড় ভূমিকা রেখেছিল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।