ঢাকাWednesday , 2 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

BDKL DESK
July 2, 2025 5:40 pm
Link Copied!

আজ ২ জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। ৯৯ বছর আগে ১৯২৪ সালের এই দিনে ফ্রান্সে এআইপিএস (আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা) প্রতিষ্ঠিত হয়। এ দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়।

১৯৯৫ সাল থেকে এআইপিএস এর বিশ্ব জুড়ে ‘অ্যাফিলিয়েটেড’ সংস্থাগুলো তাদের নিজ নিজ দেশে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে আসছে। বাংলাদেশে এআইপিএসের একমাত্র স্বীকৃত সংস্থা হচ্ছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)।

বাংলাদেশে এআইপিএস’র একমাত্র স্বীকৃত ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি এবং তার আঞ্চলিক সংস্থাগুলোও বিশ্বের অন্যান্য দেশের মত ১৯৯৫ সাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবারই দিবসটি উদযাপন করেছে।

যুক্তরাষ্ট্রে ক্রীড়া সাংবাদিকতা ১৮২০ থেকে ১৮৩০ সালের মধ্যে জোরালোভাবে শুরু হয়েছিল। ক্রীড়া ম্যাগাজিনগুলো প্রাথমিকভাবে ঘোড়দৌড় এবং বক্সিংয়ের সংবাদ কাভার করতো। এখন তো বিশ্বের সব ধরনের খেলাধুলার সংবাদই কাভার করেন ক্রীড়া সাংবাদিকরা।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে আজ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।