ঢাকাWednesday , 14 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

BDKL DESK
May 14, 2025 10:19 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে সবচেয়ে পছন্দের ফরম্যাট। এক সময়ে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে পৌঁছেছিল টাইগাররা, নিয়মিতই অবস্থান করেছিল সাত কিংবা আট নম্বরে। সেই বাংলাদেশ এবার নেমে গেছে দশম স্থানে। পুরুষ দল র‍্যাঙ্কিংয়ে অবনতি করলেও বাংলাদেশের মেয়েরা ওয়ানডেতে পেয়েছে আনন্দের খবর।
বুধবার (১৪ মে) নারীদের বার্ষিক হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে আট নম্বর থেকে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে নিগার সুলতানা জ্যোতিরা টপকে গেছে পাকিস্তানকে। বর্তমানে বাংলাদেশের মেয়েদের পয়েন্ট ৭৯ আর পাকিস্তানের ৭৮।

১০ রেটিং পয়েন্ট হারানো ওয়েস্ট ইন্ডিজের (৭২) অবনতি দুই ধাপ। তাদের অবস্থান এখন নবম। ৫০ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আয়ারল্যান্ড। তবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৬ স্থানে আসেনি কোনো পরিবর্তন। ১৬৭ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় যথারীতি অস্ট্রেলিয়া। পরের পাঁচ স্থানে যথাক্রমে ইংল্যান্ড (১২৭), ভারত (১২১), নিউজিল্যান্ড (৯৬), দক্ষিণ আফ্রিকা (৯০) ও শ্রীলঙ্কা (৮২)।

ওয়ানডের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে ৫০ ভাগ ও পরের বছরের (২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত) পারফরম্যান্সকে শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে।

৫০ ভাগ বিবেচনার ওই সময়টায় ১৭ ওয়ানডে খেলে কেবল তিনটিতে জিততে পারে বাংলাদেশ। ৯টিতে পায় হারের তেতো স্বাদ। তিনটিতে কোনো ফল আসেনি। আর টাই হওয়া দুই ম্যাচের একটিতে সুপার ওভার হয়, যেখানে ভারতকে হারায় বাংলাদেশ।
আর শতভাগ বিবেচনায় নেওয়ার সময়টা অবশ্য ভালো কেটেছে বাংলাদেশের। গত এক বছরে ১১ ওয়ানডে খেলে সাতটিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। বাকি চারটিতে পেয়েছে পরাজয়ের তেত স্বাদ।

এদিকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে সে স্বপ্ন ভেস্তে গিয়েছিল জ্যোতি ব্রিগেডের। অবশ্য বাছাইপর্বের বাঁধা পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

ওয়ানডের একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা আগেই দিয়েছিল আইসিসি। ২০২৫-২০২৯ চক্রের জন্য ওয়ানডে মর্যাদা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা ছিটকে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ওয়ানডে মর্যাদায় থাকা ১৬ দেশের মধ্যে সহযোগী দেশ পাঁচটি। থাইল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও পাপুয়া নিউ গিনি ধরে রাখতে পেরেছে মর্যাদা। সঙ্গে যুক্ত হলো আমিরাত।

মেয়েদের ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ে ১৫ দলকে রেখেছে আইসিসি। যেখানে নেই আমিরাত। র‍্যাঙ্কিংয়ের শেষ পাঁচ স্থানে আছে থাইল্যান্ড (৪৪), স্কটল্যান্ড (৪৪), নেদারল্যান্ডস (২৩), জিম্বাবুয়ে (১৬) ও এক ধাপ এগিয়ে পঞ্চদশ স্থানে জায়গা করে নিয়েছেন পাপুয়া নিউ গিনি। ওয়ানডে মর্যাদা থাকা দেশগুলোকে তিন থেকে চার বছর সময়ে অন্তত আটটি ওয়ানডে খেলতে হয় র‌্যাঙ্কিংয়ের তালিকায় টিকে থাকতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।