ঢাকাFriday , 24 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নেই তিন মোড়লের কেউই

BDKL DESK
January 24, 2025 10:19 pm
Link Copied!

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। যেখানে জায়গা হয়নি ক্রিকেটের তিন মোড়ল বলে পরিচিত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কোনো খেলোয়াড়। বাংলাদেশ থেকেও কোনো ক্রিকেটার জায়গা পাননি। বরং এই দলটি গঠিত হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের নিয়ে।
বর্ষসেরা একাদশে খেলোয়াড়দের তালিকা-

ওপেনিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে। বাঁহাতি ওপেনার আইয়ুব ২০২৪ সালে ৯ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি সহ ৬৪.৩৭ গড়ে করেছেন ৫১৫ রান। অন্যদিকে গুরবাজ ১১ ম্যাচে ৪৮.২ গড়ে করেছেন ৫৩০ রান, যেখানে রয়েছে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি।

মিডল অর্ডারের দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও চাতিথা আসালঙ্কার ঘাড়ে। নিশাঙ্কা ১২ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিসহ ৬৩.১ গড়ে করেছেন ৬৯৪ রান। লঙ্কান উইকেটকিপার মেন্ডিস ১৭ ম্যাচে ৫৩ গড়ে করেছেন ৭৪২ রান, যার মধ্যে রয়েছে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটি। অধিনায়ক আসালঙ্কা ১৬ ম্যাচে ৫০.২ গড়ে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটির মাধ্যমে করেছেন ৬০৫ রান।

অলরাউন্ডার পজিশনে দায়িত্ব দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের শেফরন রাদারফোর্ড ও আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইয়ের ঘাড়ে। বাঁহাতি ব্যাটর রাদারফোর্ড ৯ ম্যাচে ১০৬.২ গড়ে করেছেন ৪২৫ রান। আর পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই ১২ ম্যাচে ৫২.১ গড়ে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিসহ করেছেন ৪১৭ রান এবং নিয়েছেন ১৭ উইকেট।
বোলিং বিভাগে দুই স্পিনার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আফগানিস্তানের তরুণ স্পিন তুর্কি আল্লাহ গজনফর। লেগ স্পিনার হাসারাঙ্গা বিগত বছরে ১০ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। তার সেরা বোলিং ছিল ১৯ রানে ৭ উইকেট। আরও ১৮ বছর বয়সী স্পিনার গজনফর ১১ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট।

পেস বোলিংয়ের দায়িত্বে রয়েছেন দুই পাকিস্তানি শাহিন আফ্রিদি ও হারিস রউফ। বাঁহাতি পেসার শাহিন ৬ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। আর ডানহাতি পেসার রউফ ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।

এই দল গঠনে দেখা যায়, এশিয়ার ক্রিকেটাররাই দাপট দেখিয়েছেন। শ্রীলঙ্কার সর্বোচ্চ ৪ জন, পাকিস্তান ও আফগানিস্তানের ৩ জন করে এবং ওয়েস্ট ইন্ডিজের ১ জন খেলোয়াড় আছেন দলে। বাংলাদেশ ও ভারতের কেউ এই তালিকায় স্থান না পাওয়ায় হতাশা থাকলেও এটি এশিয়ার ক্রিকেটের আধিপত্যের ইঙ্গিত দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।