আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। যেখানে জায়গা হয়নি ক্রিকেটের তিন মোড়ল বলে পরিচিত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কোনো খেলোয়াড়। বাংলাদেশ থেকেও কোনো ক্রিকেটার জায়গা পাননি। বরং এই দলটি গঠিত হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের নিয়ে।
বর্ষসেরা একাদশে খেলোয়াড়দের তালিকা-
ওপেনিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে। বাঁহাতি ওপেনার আইয়ুব ২০২৪ সালে ৯ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি সহ ৬৪.৩৭ গড়ে করেছেন ৫১৫ রান। অন্যদিকে গুরবাজ ১১ ম্যাচে ৪৮.২ গড়ে করেছেন ৫৩০ রান, যেখানে রয়েছে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি।
মিডল অর্ডারের দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও চাতিথা আসালঙ্কার ঘাড়ে। নিশাঙ্কা ১২ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিসহ ৬৩.১ গড়ে করেছেন ৬৯৪ রান। লঙ্কান উইকেটকিপার মেন্ডিস ১৭ ম্যাচে ৫৩ গড়ে করেছেন ৭৪২ রান, যার মধ্যে রয়েছে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটি। অধিনায়ক আসালঙ্কা ১৬ ম্যাচে ৫০.২ গড়ে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটির মাধ্যমে করেছেন ৬০৫ রান।
অলরাউন্ডার পজিশনে দায়িত্ব দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের শেফরন রাদারফোর্ড ও আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইয়ের ঘাড়ে। বাঁহাতি ব্যাটর রাদারফোর্ড ৯ ম্যাচে ১০৬.২ গড়ে করেছেন ৪২৫ রান। আর পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই ১২ ম্যাচে ৫২.১ গড়ে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিসহ করেছেন ৪১৭ রান এবং নিয়েছেন ১৭ উইকেট।
বোলিং বিভাগে দুই স্পিনার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আফগানিস্তানের তরুণ স্পিন তুর্কি আল্লাহ গজনফর। লেগ স্পিনার হাসারাঙ্গা বিগত বছরে ১০ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। তার সেরা বোলিং ছিল ১৯ রানে ৭ উইকেট। আরও ১৮ বছর বয়সী স্পিনার গজনফর ১১ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট।
পেস বোলিংয়ের দায়িত্বে রয়েছেন দুই পাকিস্তানি শাহিন আফ্রিদি ও হারিস রউফ। বাঁহাতি পেসার শাহিন ৬ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। আর ডানহাতি পেসার রউফ ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।
এই দল গঠনে দেখা যায়, এশিয়ার ক্রিকেটাররাই দাপট দেখিয়েছেন। শ্রীলঙ্কার সর্বোচ্চ ৪ জন, পাকিস্তান ও আফগানিস্তানের ৩ জন করে এবং ওয়েস্ট ইন্ডিজের ১ জন খেলোয়াড় আছেন দলে। বাংলাদেশ ও ভারতের কেউ এই তালিকায় স্থান না পাওয়ায় হতাশা থাকলেও এটি এশিয়ার ক্রিকেটের আধিপত্যের ইঙ্গিত দেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।