আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ ও ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। মূলত, তথ্য গোপন রেখে এই শাস্তির মুখে পড়েছেন নাসির। আইসিসির তিনটি ধারা ভঙ্গ করে নিয়মের ‘ফাঁদে’ পড়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার।
নাসির দুর্নীতি দমন বিভাগের তিনটি ধারায় অভিযুক্ত হয়েছেন। সেগুলো হলো-
১. আবুধাবি টি-টেন লিগ খেলার সময় একটি আইফোন-১২ উপহার নিয়েছিলেন নাসির। কোডের ধারা ২.৪.৩ অনুযায়ী, মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তার কাছে বিলম্ব না করে সেই উপহারের রসিদ দেখাতে ব্যর্থ হন, যার মূল্য ৭৫০ ডলারেরও বেশি ছিল।
২. কোডের ধারা ২.৪.৪ লঙ্ঘন করেছেন নাসির। যেখানে তিনি আইফোন-১২ উপহার নিয়ে যে দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন বা দুর্নীতি করার প্রস্তাব পেয়েছেন, তার বিশদ বর্ণনা দমন কর্মকর্তার কাছে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন।
৩. কোডের ধারা ২.৪.৬ অনুযায়ী কোনো যুক্তি ছাড়াই দুর্নীতিমূলক আচরণের বিষয়ে মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সহযোগিতা করতেও প্রত্যাখ্যান করেন নাসির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।