ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির এপ্রিল মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। এর মাধ্যমে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও নাহিদা আক্তারের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে এই সম্মান পেলেন মিরাজ।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে মিরাজ ছিলেন একক রাজা। প্রথম টেস্টে বল হাতে নেন দুই ইনিংসে টানা পাঁচ উইকেট। যদিও বাংলাদেশ সিলেট টেস্ট হেরে যায় তবু মিরাজের বোলিং ছিল দারুণ।
তবে চট্টগ্রাম টেস্টে ব্যাটে-বলে প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করেন তিনি। একদিকে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ঝুলিতে ভরেন আরেকটি পাঁচ উইকেটের মাইলফলক। সেই ম্যাচে তার ১০৪ রানের ইনিংস ও বোলিং দাপটে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে।
জিম্বাবুয়ে সিরিজে বল হাতে নেন ১৫ উইকেট আর ব্যাট হাতে করেন ১১৬ রান। মিরাজের এই অলরাউন্ড নৈপুণ্যই তাকে মাসসেরার পুরস্কার এনে দিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।