প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এখন আয়ারল্যান্ডের মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ইতিমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় ম্যাচের আগে বিরতির দিনে আইরিশ নারী ক্রিকেটাররা অন্যরকম সময় কাটালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশের আলোচিত বাহন রিকশাতে করে ঘুরলেন তারা।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। একটু পর সেগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা। অনভ্যস্ত হওয়ায় এই বাহনে চড়তে কেউ কেউ ইতস্তত বোধ করছিলেন। তবে সবাই খুব মজা পেয়েছেন রিকশায় চেপে। কোনও কোনও আইরিশ ক্রিকেটার তো নিজেই রিকশা চালালেন। সতীর্থকে পেছনে বসিয়ে নিজেই চালিয়েছেন রিকশা।
রিকশাগুলো মেয়েদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। এরপর শুক্রবারর ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ান তারা। এসময় রিকশাওয়ালার সঙ্গে অনেককে ছবিও তুলতে দেখা যায়। নিজেরাও সেলফি এবং ছবি তুলে দিনটিকে স্মৃতির পাতায় রাখার চেষ্টা করেছেন।
শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি। প্রথম ম্যাচটিতে বাংলাদেশ দল রেকর্ড ১৫৪ রানের জয় পায়। শনিবার জিতলেই সিরিজ জয়ের স্বাদ পাবে স্বাগতিকরা। তবে আইরিশরা সিরিজে সমতা ফেরাতে মরিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।