ঢাকাThursday , 15 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএল খেলার অনাপত্তিপত্র পেলেন মোস্তাফিজ

BDKL DESK
May 15, 2025 9:00 pm
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ মুহূর্তে এসে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় বাংলাদেশের এই পেসারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবার জানা গেল, বিসিবি থেকে অনাপত্তিপত্রও পেয়ে গেছেন ‘কাটার মাস্টার’।

বিসিবি সূত্র জানিয়েছে, মোস্তাফিজকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে যে, জাতীয় দলের দায়িত্ব পালন করে তারপর তিনি আইপিএল খেলতে পারবেন। তাই কয় ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ -সেটা অনিশ্চিত। এই তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

আগামী ১৭ মে এবং ১৯ মে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই দলে আছেন মোস্তাফিজও। এই সিরিজের মাঝেই ১৮ মে দিল্লি মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। লিগ পর্বে দিল্লির শেষ দুই ম্যাচ ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। আরব আমিরাত সিরিজের পর বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

উল্লেখ্য, আট দিন পর শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার টুর্নামেন্ট শুরু হলেও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার যুদ্ধের ভয়ে আর আইপিএলে ফিরছেন না। এ কারণেই সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। তার দল দিল্লি পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে প্লে অফের দৌড়ে টিকে আছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।