ঢাকাSunday , 17 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএলে সুযোগ পাবেন, আত্মবিশ্বাসী রিশাদ

Sahab Uddin
November 17, 2024 9:57 pm
Link Copied!

আইপিএলের অষ্টাদশ আসর মাঠে গড়াবে আগামী বছরের এপ্রিলে। তার আগে আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আসরের মেগা নিলাম। এই নিলামে নাম উঠছে ১২ বাংলাদেশি ক্রিকেটারের নাম। তার মধ্যে একজন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এই লেগ স্পিনার আত্মবিশ্বাসী তাকে কোন না কোন ফ্যাঞ্চাইজি অবশ্যই দলে নেবে। তবে নিলাম নিয়ে খুব বেশি ভাবছেন না রিশাদ।

আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রিশাদ রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘সাধারণত আমি কখনও চিন্তা করি না এসব নিয়ে। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করিনি। স্বাভাবিক থাকার চেষ্টা করি, সবকিছু তো আল্লাহর হাতে। দেখা যাক কী হয়। আমি নিজের ওপর আত্মবিশ্বাসী আছি। ভালো দিন, খারাপ দিন সবারই আসে-যায়। তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন ওই পরিস্থিতি আসবে তখন দেখা যাবে।’

পরে অবশ্য যোগ করেছেন, ‘ইচ্ছা তো সবার থাকে, কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনও কিছু নিয়ে, তাহলে কষ্ট পাবো না। ’

বিশেষ কোনও দলে খেলার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেছেন, ‘এরকম নির্দিষ্ট কিছু ভাবিনি। মনে মনে ভাবলাম চেন্নাই, কিন্তু হলো অন্য দল। তখন মনটা খারাপ হবে। তো কোনও কিছু নিয়ে আশা করি না। ’

তবে কলকাতা নাইট রাইডার্সের প্রতি আলাদা দুর্বলতা আছে বলে জানালেন রিশাদ। দুর্বলতার কারণ হিসেবে বলেছেন, ‘কলকাতা দলকে ভালো লাগে। শাহরুখ খানের জন্য নয়। কলকাতায় সাকিব ভাই খেলেছেন, লিটন দা খেলেছেন; সেজন্য ভালো লাগে। সুযোগ পেলে চেষ্টা করবো ভালো খেলতে। এক জায়গায় ভালো করলে আরও দুই-চার জায়গা থেকে সুযোগ আসবে।’

রিশাদ ছাড়াও আরও বাংলাদেশি ১১ ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। একই ভিত্তিমূল্য রিশাদ, লিটন, হদয়, শরিফুল, তানজিম সাকিব, শেখ মেহেদী ও হাসান মাহমুদের। মোস্তাফিজের ভিত্তিমূল্য সবচেয়ে বেশি ২ কোটি রুপি। সাকিব, তাসকিন, মিরাজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।

সৌদি আরবের জেদ্দায় নিলাম অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর। নিলামে থাকা ৫৭৪জনের মধ্যে ভারতের ক্রিকেটার ৩৬৬জন। বিদেশি তালিকায় আছেন ২০৮ জন। তাদের মধ্যে সহযোগী দেশ থেকে আছেন ৩জন।

তাছাড়া নভেম্বরের ২৬ থেকে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত ক্যারিবিয়ান দ্বীপে চলবে গ্লোবাল সুপার লিগ। গায়ানায় ২৮ নভেম্বর রংপুরের প্রথম প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। বাকি দুই ম্যাচ ১ ও ৫ ডিসেম্বর, প্রতিপক্ষ ভিক্টোরিয়া ও অ্যামাজন। টুর্নামেন্টে অংশ নিতে দুই ভাগে ক্যারিবিয় দ্বীপে যাচ্ছে রংপুর রাইডার্স। যাদের যুক্তরাষ্ট্রের ভিসা আছে, তারা যুক্তরাষ্ট্র হয়ে যাবে। অন্যদিকে যাদের যুক্তরাজ্যের ভিসা আছে, তারা যুক্তরাজ্য হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবে।

গ্লোবাল সুপার লিগ নিয়ে রিশাদ বলেছেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণ নিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স। বাংলাদেশ দল বাইরে খেলতে গেলে যেমন হয়, অমনই লাগছে। তো আশা করবো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।