বাংলাদেশের ক্রিকেটে আজ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের এই কোচকে কারণ দর্শানো নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যা ৪৮ ঘণ্টা পর স্থায়ীভাবে কার্যকর হয়ে যাবে।
মূলত দুইটি অভিযোগ এনে এই লঙ্কান কোচকে ছাঁটাই করেছে বিসিবি। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ফিল সিমন্স।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শোকজ চিঠির জবাব আইনজীবির সঙ্গে কথা বলে দেবেন হাথুরুসিংহে। একাধিক গণামধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক এই কোচ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
কারণ দর্শানো নোটিশ পেয়েছেন জানিয়ে একটি গণমাধ্যমকে হাথুরু বলেন, ‘আমি একটা চিঠি পেয়েছি, যেটাকে বলতে পারেন কারণ দর্শানো নোটিশ, যেখানে কিছু প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। আমাকে এটার জবাব দিতে হবে। কাল সেটি দেব।‘
বিসিবির হঠাৎ এমন নোটিশ দুর্ভাগ্যজনক জানিয়ে তিনি বলেন, ‘এটা কেবল অভিযোগমাত্র। আমার দিকটা আমার পরিস্কার করতে হবে। আমিও কাল জবাব দেব। আমরা (আইনজীবিকে নিয়ে) সে কাজই করছি।’
বিসিবি সভাপতি দুইটি অভিযোগ এনে হাথুরুকে বরখাস্তের কথা জানিয়েছেন। এই ব্যাপারে হাথুরু বলেন, ‘কী নিয়ে তিনি (ফারুক আহমেদ) বলেছেন, সেটি পরিষ্কার জানি না। সবই অভিযোগমাত্র। আমি আপনাদের সবার সঙ্গেই কথা বলব। শিগগির সবই পরিষ্কার করে দেব। সে সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন।‘
হাথুরুর বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে তিনি কী জবাব দেবেন তা কদিনের ভেতরেই জানা যাবে। তবে লঙ্কান এই কোচের বিরুদ্ধে আনিত অভিযোগ তাঁর কোচিং ক্যারিয়ার এক প্রকার হুমকির মুখে ফেলে দিয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।
আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যে খবরের শিরোনামও হয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের শিরোনাম, ‘ ক্রিকেটারকে চড় মেরে বরখাস্ত বাংলাদেশের কোচ’- এমন আরও বহু নেতিবাচক শিরোনাম পুরো ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার দায় হাথুরু স্বীকার করে নিলে তাঁর কোচিং ক্যারিয়ার এখানেই যে শেষ হয়ে যাবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যদি হাথুরুসিংহে শোকজের জবাবে বিসিবির আনিত অভিযোগ অস্বীকার করে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জবাবদিহি করতে হতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।