ঢাকাThursday , 30 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইএল টি-টোয়েন্টিতে সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন সাকিব

BDKL DESK
October 30, 2025 2:37 pm
Link Copied!

আগামী ২ ডিসেম্বর শুরু হবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল হবে ৪ জানুয়ারি। ৬ দল ও ৩৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগটি হবে আবুধাবি, দুবাই ও শারজাহতে। এবারের আসরে এমআই কেপ টাউনের হয়ে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন নিকোলাস পুরান ও কাইরন পোলার্ডকে

গত মাসে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার পুরান ও পোলার্ড। জুলাইয়ে এমআই নিউ ইয়র্কের হয়ে মেজর লিগ ক্রিকেটের শিরোপাও জয় করেন তারা। এবার দুজনেই একসঙ্গে নাম লিখিয়েছেন আইএল টি-টোয়েন্টিতে। ‘ওয়াইল্ডকার্ড’ ক্যাটাগরিতে তাদেরকে দলে নিয়েছে এমআই এমিরেটস।

আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিরই দল এমআই নিউ ইয়র্ক ও এমআই এমিরেটস। দক্ষিণ আফ্রিকার লিগ এসএ টোয়েন্টিতেও এই ফ্র্যাঞ্চাইজির দল আছে একটি-এমআই কেপ টাউন। পুরান খেলে থাকেন সেই দলেও। এবার আইএল টি-টোয়েন্টির শেষ হওয়ার আগেই শুরু হবে এসএ টোয়েন্টি। পুরান তাই পরিস্থিতি বুঝে প্রয়োজন অনুযায়ী খেলবেন দুই লিগের দুই দলে।

সাকিব-পুরান-পোলার্ড ছাড়াও এই দলে খেলবেন তিন ক্যারিবিয়ান ক্রিকেটার রোমারিও শেফার্ড, আন্দ্রে ফ্লেচার ও আকিম ওগিস। চলতি মাসের শুরুতে হওয়া নিলাম থেকে সবচেয়ে বেশি দামে আন্দ্রে ফ্লেচারকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়াও এই দলে খেলবেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, এএম গাজানফার, ফজলহক ফারুকি, টম ব্যান্টন, নাভিন-উল-হক, উসমান খান, মুহাম্মাদ ওয়াসিমরা।

এমআই এমিরেটসের স্কোয়াড—

নিলাম থেকে— মুহাম্মদ রোহিদ, জর্ডান থম্পসন, নাভিন উল হক, আন্দ্রে ফ্লেচার, নুশথুশ কেগিজে, মোহাম্মেদ শফিক, জয়েন উল আবিদিন, উসমান খান, আকিম ওগিস, আরাব গুল, তাজিন্দার ধীলন, জাহর খান এবং সাকিব আল হাসান।

রিটেনশন ও সরাসরি চুক্তি— ফজলহক ফারুকি, টম ব্যান্টন, রোমারিও শেফার্ড, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, মোহাম্মদ গাজানফার, মুহাম্মদ ওয়াসিম এবং কামিন্দু মেন্ডিস।

ওয়াইল্ডকার্ড— নিকোলাস পুরান এবং কাইরন পোলার্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।