আগেই জানা ছিল, এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানতে যাচ্ছেন লাল বলের সবচেয়ে সফল পেসার জেমস অ্যান্ডারসন। ক্যারিবীয়দের বিপক্ষে জিমির বিদায়ী এই টেস্ট শেষ হলো তৃতীয় দিনের প্রথম সেশনেই। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে জয় তুলে নিল বেন স্টোকসের দল। আর এতেই শেষ হলো জেমস অ্যান্ডারসনের লাল বলের দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ার। জীবনের শেষ টেস্টে ৪ উইকেট নিয়ে অ্যান্ডারসন বুঝিয়ে দিলেন কেন তিনি এই সংস্করণে ইংল্যান্ডের সেরা পেসার।
পেসার হিসেবে অনন্য কীর্তি গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এই ইংলিশ পেসার। ১৮৮টি টেস্ট ম্যাচে ৪০,০৩৭টি ডেলিভারিতে ৭০৪ উইকেট শিকার করেছেন তিনি। এতে শেন ওয়ার্নের ৭০৮ উইকেটের কীর্তি ছাড়িয়ে যেতে না পারলেও সব মিলিয়ে তৃতীয় এবং যেকোনো পেসার হিসেবে টেস্ট উইকেটে প্রথম অবস্থানে থেকেই টেস্ট থেকে অবসর নিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।
লর্ডসে ইংলিশদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১২১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। আর এতে বড় ভূমিকা পালন করেন ইংল্যান্ডের গুজ অ্যাটকিনসন। প্রথম ইনিংসে নিজের অভিষেকেই তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট। একটি উইকেট শিকার করেন জেমস অ্যান্ডারসন। একটি করে উইকেট নেন ক্রিস ওকস ও বেন স্টোকসও।
উইন্ডিজের প্রথম ইনিংসের জবাবে ইংল্যান্ড সংগ্রহ করে ৩৭১ রান। ইংলিশরা লিড পায় ২৫০ রান। পাঁচ ব্যাটার পান অর্ধশতকের দেখা। জ্যাক কার্ভলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ করেন ফিফটি।
২৫০ রানে পিছিয়ে থাকা সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩৬ রানে। টেস্টের দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের রান ছিল ৬ উইকেটে ৭৯। খাদের কিনারায় থাকা ক্রেগ ব্রেথওয়েটরা হার ঠেকাতে পারলেন না। পুরো ম্যাচেই ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে অসহায় ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। এই ম্যাচে মূলত নজর ছিল অ্যান্ডারসনের দিকেই। প্রথম ইনিংসে ১ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে সমর্থকদের আক্ষেপ মিটিয়ে ৩০ রান খরচ করে তুলে নিয়েছেন ৩ উইকেট। তবে অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে আলো কেড়েছেন অ্যাটকিনসন। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে ধরলেন পাঁচ শিকার। ম্যাচে তার ১২টি উইকেট।
দল আড়াই দিনে জয় পেলেও খেলা শেষে গুদাকেশ মৈতির ক্যাচ ধরতে না পারার আক্ষেপ জানালেন অ্যান্ডারসন। এ নিয়ে অ্যান্ডারসন বলেছেন, ‘ক্যাচটা ফেলে দেওয়া ঠিক হয়নি। তবে শেষ সপ্তাহটা ভালই কাটল। সতীর্থদের সঙ্গে উপভোগ করলাম। বহু মানুষ আমাকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন। সত্যিই আমি মুগ্ধ। অভিভূত। ক্রিকেটজীবন নিয়ে আমি তৃপ্ত। একজন পেসার হিসাবে ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা সহজ নয়। ইংল্যান্ডের হয়ে খেলা আমার কাছে বিশ্বের সেরা কাজ। অসংখ্য স্মৃতি আমার সঙ্গী। পরিবারের সকলকে, সব সতীর্থ-কোচদের এবং সংশ্লিষ্টদের সাহায্য ছাড়া এত দূর আসা সম্ভব ছিল না। তাই সকলকে ধন্যবাদ। আমি ভাগ্যবান, দুর্দান্ত কিছু ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি।’
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দাপটের সঙ্গে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে জুলাইয়ের ১৮ তারিখ। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে সেই ম্যাচ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।