ফয়জাল সারির হ্যাটট্রিক
মালয়েশিয়ান ফয়সাল সারির হ্যাটট্রিকে বড় জয় দিয়ে প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্স পর্ব শুরু করেছে মোহামোন। শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়নরা ৯-২ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। প্রথম পর্বে এ দলটিকে মোহামেডান হারিয়েছিল ৫-৩ গোলে।
মালয়েশিয়ান ফায়জাল বিন সারির হ্যাটট্রিকের পাশাপাশি গোল করেছেন দ্বীন ইসলাম ইমন, শহিদুল হক সৈকত, রাসেল মাহমুদ জিমি, মেহেদী হাসান অভি এবং দুই মালয়েশিয়ান ফিতরি বিন সারি ও ফাইজ হেলমি বিন জালি। অ্যাজাক্সের শিমুল খান এবং ভারতীয় সিলহেইবা লিশাম গোল করেছেন।
ম্যাচে প্রথমে লিড নিয়েছিল অ্যাজাক্স। শিমুলের ফিল্ড গোলে দ্বিতীয় মিনিটে এগিয়ে গিয়েছিল অ্যাজাক্স। পিছিয়ে পড়া মোহামেডান গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর।
১১ মিনিটে ফিতরি বিন সারির ফিল্ড গোলে সমতায় ফেরে সাদা-কালো শিবির। ১৪ মিনিটে দ্বীন ইসলাম ইমন গোল করলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে মোহামেডান। এর পর শুরু হয় গোল উৎসব। ২২, ২৭ ও ৩৯ মিনিটে গোল করে মোহামেডানকে ৫-১ ব্যবধানে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন ফায়জাল সারি।
৪৩ মিনিটে ফাইজ হেলমি বিন জালি, ৪৪ মিনিটে সৈকত, ৫১ মিনিটে মেহেদী হাসান অভির গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৮-১। ৫৭ মিনিটে অ্যাজাক্সের লিশাম এবং ৫৮ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন মোহামেডানের রাসেল মাহমুদ জিমি। এ জয়ে ১১ ম্যাচে মোহামেডানের পয়েন্ট হলো ২৯।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।