ভারতের মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম দুই টেস্টে লজ্জার ভরাডুবি হয়েছে অস্ট্রেলিয়ার। ফলে চার ম্যাচের এই সিরিজ জয়ের আশা নেই তাদের। তবে সিরিজ হারের লজ্জা এড়ানোর আশা এখনও বেঁচে আছে অজিদের।
কিন্তু এমন কঠিন মুহূর্তেও অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকতে পারছেন না অধিনায়ক প্যাট কামিন্স। তৃতীয় টেস্টে মাঠে নামার আগেই অসুস্থ মায়ের পাশে থাকার জন্য নিজ দেশে ফিরে যান ডানহাতি এই পেসার।
ভারতের বিপক্ষে দলের এমন বিপর্যয়ের মুখে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্বভার পেলেন স্টিভেন স্মিথ। আগামী ১ মার্চ থেকে ইন্দোরে শুরু হওয়া তৃতীয় টেস্টে নিজ দেশকে নেতৃত্ব দেবেন তারকা এই ব্যাটার।
প্রথম দুই ম্যাচ হেরে এখন অস্ট্রেলিয়ার লড়াইটা মান বাঁচানোর হয়ে দাঁড়িয়েছে। তবে ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফেরার কথা রয়েছে অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। এ ছাড়া দলে যোগ দিয়েছেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।