ঢাকাThursday , 30 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাদ পড়লেন জিকো, ফিরেছেন মোরসালিন

Sahab Uddin
May 30, 2024 7:21 pm
Link Copied!

ফিফা বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামী ৬ জুন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ মে) প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

২৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। চোটের কারণে ফিলস্তিনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাংলাদেশের দলে ছিলেন না শেখ মোরসালিন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচে আবারও দলে ফিরেছেন তিনি।

বিশ্বকাপ বছাইয়ে বাংলাদেশের তৃতীয় রাউন্ডে ওঠার আশা নেই বললেই চলে। ৪ ম্যাচ খেলে কেবল ১ পয়েন্ট পেয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল। অন্যদিকে, ৪ ম্যাচের সবগুলো জিতে টেবিলের চূড়ায় আছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফিলিস্তিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এর আগে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। এবার জামাল ভূঁইয়াদের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন। আর সেই মিশনে আগামী ৬ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে নামবে কাবরেরার দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ দল:

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, মোহাম্মদ সুজন হোসেন।

রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, মেহেদী হাসান, রিমন হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদউদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা।

আরও পড়ুন: টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান হারালেন সাকিব

মধ্যমাঠ: সোহেল রানা, মোহাম্মদ হৃদয় , মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শেখ মোরসালিন, মো: আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মো: রাব্বি হোসেন রাহুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।