ঢাকাMonday , 29 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনসদের বিপক্ষে বিসিবি এইচপির রোমাঞ্চকর জয়

Sahab Uddin
July 29, 2024 3:15 pm
Link Copied!

অস্ট্রেলিয়া থেকে ভেসে এলো জয়ের সুসংবাদ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচে রোমাঞ্চকর এক জয় পেল বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) দল। দুই ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ দিন বিসিবি এইচপি দলের জয়ের জন্য দরকার ছিল ৬ উইকেট, পাকিস্তান শাহিনসের ১৬০ রান।
অস্ট্রেলিয়ার ডারউইনে সোমবার (২৯ জুলাই) ম্যাচটিতে শেষ পর্যন্ত ৫ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদুল হাসানের দল। জয়ের নায়কও কাপ্তান মাহমুদুল। তবে ব্যাট হাতে নয়, বল হাতে ১৩ ওভারে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এইচপি দলের অধিনায়ক।

চার দিনের দুই ম্যাচের সিরিজের প্রথমটি জিতেছিল পাকিস্তান শাহিনস। দ্বিতীয় ম্যাচে এইচপির জয়ে সিরিজটি ড্র হলো।

শেষ ম্যাচটির চতুর্থ ইনিংসে বিসিবি এইচপি দলের ২৯৬ রানের জবাবে দুর্দান্ত শুরু করেছিল শাহিনস। উদ্বোধনী জুটিতেই ৯৬ রান তুলে ফেলে তারা। ৬৮ রান করা অধিনায়ক শাহিবজাদা ফারহানকে আউট করে জুটি ভাঙেন এইচপি অধিনায়ক মাহমুদুল। এরপর পেসার রেজাউর রহমানের জোড়া আঘাতে কামরান গুলাম ও উমাইর আমিন শূন্য রানে আউট হন। ১৫ রান করা মোহাম্মদ ইরফানকে ইনিংস লম্বা করতে দেননি হাসান মুরাদ।

রোববার (২৮ জুলাই) তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান শাহিনস তোলে ১৩৬ রান। তবে ওপেনার হাসিব উল্লাহ দিন শুরু করেন ৪৪ রানে অপরাজিত থেকে। আজ দিনের শুরুতেই রেজাউরের বলে ৫১ রানে থামে ওপেনার হাসিবের ইনিংস।

এরপর পাকিস্তান শাহিনসের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান তাহির ও ইউসুফ অবশ্য টিকে যাওয়ায় এইচপি দলের দুশ্চিন্তা বাড়তে থাকে। দুজন মিলে ৬৫ রান যোগ করে দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন। কিন্তু মাহমুদুলের ‘গোল্ডেন আর্ম’ আউট করে দুজনকেই। তাহির ৪৩ ও ইউসুফ ৪৫ রান করে থামেন।
ওই দুই উইকেট হারানোর পরও শাহিনসের লোয়ার অর্ডার সহজে হাল ছাড়েনি। মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ অষ্টম উইকেটে আরও ৫৭ রান যোগ করলে জমে ওঠে ম্যাচ। জুটি ভাঙতে রেজাউরকে ফেরান মাহমুদুল। আরেক প্রান্ত থেকে নিজেও বোলিংয়ে আসেন। রেজাউর জুটি ভাঙতে ব্যর্থ হলেও সফল মাহমুদুল। জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৩ উইকেটে মাত্র ৯ রান, তখন ৯১তম ওভারে ২১ রান করা আলীকে আউট করেন মাহমুদুল। ৯৩তম ওভারে এসে ২৮ রান করা শেহজাদকে থামিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন আরও।

তবে শেষ উইকেটে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৮ রান। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ৯৪তম ওভারের দ্বিতীয় বলেই ফয়সাল আকরাম বোল্ড হলে পাকিস্তানের ইনিংস থামে ২৯০ রানে। তাতে নিশ্চিত হয় এইচপির রোমাঞ্চকর জয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।