ঢাকাMonday , 27 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে মোকাবিলায় মাত্র ৫ দিনের প্রস্তুতি বাংলাদেশের!

Sahab Uddin
May 27, 2024 11:36 pm
Link Copied!

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের শেষ দুই ম্যাচ জুনে। ঘরের মাঠে ৬ জুন বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১১ জুন কাতারে খেলবে লেবাননের বিপক্ষে।

এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করেছিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল। গত বছর ১৬ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৭-০ গোলে।

চার ম্যাচের চারটি জিতে এরই মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ফিরতি ম্যাচটি খেলতে মাত্র ২ দিন আগে ঢাকায় আসবে তারা।

৪ জুন এসে পরের দিন অফিসিয়াল ট্রেনিং করবে অস্ট্রেলিয়া। ৬ জুন ম্যাচ খেলে রাতেই তারা ধরে দেশের ফ্লাইট। পার্থে ১১ জুন তারা শেষ ম্যাচ খেলবে ফিলিস্তিনের বিপক্ষে।

বাংলাদেশ দলও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের বেশি সময় পাচ্ছে না। ২৯ মে বুধবার শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তারপর দিন দল ঘোষণা করবেন কোচ। ১ জুন থেকে নেমে পড়বেন অনুশীলনে।
এ পর্যন্ত খেলা ৪ ম্যাচ থেকে বাংলাদেশের অর্জন এক পয়েন্ট। ২৭ নভেম্বর ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা। ২৬ মার্চ সর্বশেষ ম্যাচটি ৯০ মিনিটে গোল খেয়ে হেরেছে ফিলিস্তিনের কাছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।