ঢাকাWednesday , 27 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা শেখ মেহেদী

Sahab Uddin
December 27, 2023 5:47 pm
Link Copied!

ওয়ানডের পর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতেও হলো ইতিহাস। প্রথমবারের মতো কিউইদের মাঠে এই ফরম্যাটে জয় পেলো বাংলাদেশ দল।

নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মাত্র ১৩৪ রানে আটকে রেখে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

টাইগারদের এই ইতিহাস গড়ার নায়ক অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বল হাতে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিনি নিয়েছিলেন দুটি উইকেট। টিম শেইফার্ট আর ড্যারেল মিচেলকে বোল্ড করে কিউই ইনিংসের শুরুতেই কাঁপন ধরিয়ে দেন শেখ মেহেদী।

এরপর ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে আসেন শেখ মেহেদী। এবার ব্যাট হাতেও ঝলক। ১৬ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেন তিনি। যে ইনিংসে হাঁকান একটি করে চার-ছক্কা।
এমন দুরন্ত পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে শেখ মেহেদীর হাতেই।

 

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।