অপেক্ষাকৃত শক্তিশালী দল হয়েও নারী ফুটবল লিগের প্রথম ম্যাচে নবাগত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হেরে যায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। তবে শুরুর ধকলটা দ্বিতীয় ম্যাচেই উড়িয়ে দিয়েছে গতবারের রানার্সআপ দলটি।
বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে তহুরা-আকলিমাদের দল ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
জোড়া গোল করেছেন তহুরা খাতুন, সুরভী আকন্দ প্রীতি। একটি করে গোল করেছেন আফঈদা খন্দকার ও হালিমা আক্তার। ফরাশগঞ্জের এটি দ্বিতীয় ম্যাচে প্রথম হার। উদ্বোধনী দিনে তারা ৩-০ গোলে জিতেছিল উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে।
দিনের প্রথম ম্যাচে উত্তরা ফুটবল ক্লাব ১-০ গোলে হারিয়েছে ঢাকা রেঞ্জার্সকে। একমাত্র গোলটি করেছেন জোৎসনা ৮২ মিনিটে। প্রথম ম্যাচে উত্তরা ফুটবল ক্লাব ৩-০ গোলে হেরেছিল ফরাশগঞ্জের কাছে এবং ঢাকা রেঞ্জার্স ১-১ গোলে ড্র করেছিল সিরাজ স্মৃতি সংসদের বিপক্ষে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।