ঢাকাWednesday , 9 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অমিতের সেঞ্চুরি ম্লান করে মোহামেডানের সহজ জয়

BDKL DESK
April 9, 2025 10:10 pm
Link Copied!

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার (৯এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে মোহামেডানকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অগ্রণী ব্যাংক। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৭ রানের সংগ্রহ পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ২১৩ রানের বেশি করতে পারেনি অগ্রণী ব্যাংক।

আগে ব্যাট করতে নেমে ৫৭ বলে ৭৫ রানের হার না মানা ইনিংস খেলেন মুশফিকুর রহমি। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। তাওহীদ হৃদয় অবশ্য ব্যাট করেছেন একটু ধীরগতিতে। ৬১ বলে করেছেন ৪২ রান। রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৪৬ রান। অগ্রণী ব্যাংকের হয়ে ৩ উইকেট শিকার করেছেন আরিফ আহমেদ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অগ্রণী ব্যাংক। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে তারা। স্কোরবোর্ডে ১১ রান জমা হতেই সাজঘরে দুই টপ-অর্ডার।

তিনে ব্যাট করতে নেমে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অমিত হাসান। বাকি ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। ৫৩ বলে ৩৭ রান করেন মার্শাল আইয়ুব। এছাড়া তাইবুর রহমান করেন ২৭ বলে ১৪ রান।

এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করছিলেন অমিত। ফিফটি হাঁকিয়ে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। এক পর্যায়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শও করেন তিনি। ১২৩ বলে খেলেন ১০৫ রানের দুর্দান্ত ইনিংস। তবে সেঞ্চুরি করেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি।

২১৩ রানের মাথায় অলআউট হয়ে যায় অগ্রণী ব্যাংক। আর তাতেই ৭৪ রানের সহজ জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের হয়ে ৩টি করে উইকেট নেন এবাদত হোসেন এবং মেহেদী হাসান মিরাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।