বাঁ-হাতি স্পিন আর টেলএন্ডার ব্যাটার হিসেবে নিউজিল্যান্ড জাতীয় দলে এসেছিলেন রাচিন রবীন্দ্র। সর্বশেষ বাংলাদেশ সিরিজে তাকে ওপেনিংয়ে খেলানো হয়েছিল। এরপর বিশ্বকাপের মতো মঞ্চেও তিনি ওই পজিশনেই আস্থার ধারাবাহিক প্রতিদান দিয়ে যাচ্ছেন। তিনটি সেঞ্চুরিতে এখন পর্যন্ত চলতি আসরের সর্বোচ্চ রানসংগ্রাহকও রবীন্দ্র। এবার আইসিসি থেকেও তার পুরস্কার পেলেন এই কিউই অলরাউন্ডার। তিনি অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
আজ (শুক্রবার) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’— এর নাম ঘোষণা করেছে। নারী ক্রিকেটার হিসেবে মাসসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। এই দৌড়ে ছিলেন বাংলাদেশি স্পিনার নাহিদা আক্তারও। তবে নাহিদা ও নিউজিল্যান্ডের এমিলিয়া কারকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো মাসসেরার স্বীকৃতি পেয়েছেন ম্যাথিউস।
অন্যদিকে, রাচিন রবীন্দ্র অক্টোবরের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে পেছনে ফেলে। কিউই ব্যাটারের মতোই বিশ্বকাপে দারুণ ধারাবাহিক ডি কক। নিজের শেষ আসরকে ইতোমধ্যে তিনি চারটি সেঞ্চুরিতে রাঙিয়েছেন। তবে আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত হয়েছেন রবীন্দ্র।
অক্টোবরে খেলা ৬ ম্যাচে ৮১.২০ গড়ে রবীন্দ্র ৪০৬ রান করেছেন। একইসঙ্গে নেন ৩ উইকেটও নেন বাঁ-হাতি স্পিনে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন রবীন্দ্র। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১১৬ রান। এই পারফরম্যান্সে প্রথমবার তিনি মাসসেরার পুরস্কার পেলেন।
নারীদের ক্রিকেটে গত মাসে দুর্দান্ত সময় কাটিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার ম্যাথিউস। অস্ট্রেলিয়া সফরে প্রথম টি-টোয়েন্টিতে ৯৯ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয়টিতে খেলেন ১৩২ রানের ম্যাচ জেতানো ইনিংস। শেষ ম্যাচেও তিনি করেন ৭৯ রান। এর সঙ্গে বল হাতে দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে নেন ৩ উইকেট। এর আগে ২০২১ সালের নভেম্বরে এই ক্যারিবীয় অধিনায়ক প্রথমবারের মতো মাসসেরার পুরস্কার জিতেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।