ঢাকাSaturday , 18 March 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অভিষেকে হাফসেঞ্চুরি করে যে ক্লাবে ঢুকলেন হৃদয়

Sahab Uddin
March 18, 2023 12:10 pm
Link Copied!

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে হাফসেঞ্চুরি করেছেন উদীয়মান টাইগার ক্রিকেটার তৌহিদ হৃদয়। অর্ধশতক করতে তার লেগেছে ৫৫ বল।

ওয়ানডে অভিষেকে হাফসেঞ্চুরি করায় হৃদয় ঢুকেছেন নাসির হোসেন ও ফরহাদ রেজাদের ক্লাবে। লাল সবুজদের হয়ে এ দুজনও ওয়ানডে অভিষেকে অর্ধশতক করেছিলেন। এরমধ্যে ২০০৬ সালে অভিষেকে রেজা ৫৭ বলে খেলেছিলেন ঠিক ৫০ রানের ইনিংস। নাসির জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে করেছিলেন ৬৩ রান।

বিপিএলে ব্যাট হাতে নজর কেড়ে জাতীয় দলে ঢুকেছিলেন হৃদয়। সেই পারফরম্যান্সেই টি-টোয়েন্টি দলে জায়গা পান তিনি, খেলেন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের সবকটি ম্যাচে। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেকে অর্ধশতক করলেন তিনি।

হৃদয়ের লিস্ট ‘এ’ শ্রেণির ক্রিকেটে পরিসংখ্যান খুবই আশা জাগানিয়া। ৪৬ ম্যাচে ১ হাজার ৬০১ রান করেছেন তিনি। যার গড় ৪৭.০৮ ও স্ট্রাইকরেট ৮১.১৮। ১ হাজার ৬০১ রান করার পথে একটি সেঞ্চুরি ও ১৪ ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সর্বোচ্চ রানের ইনিংসটি ১২২।

গত মাসে শেষ হওয়া বিপিএলে হৃদয় হন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। ইনজুরির কারণে কয়েকটি ম্যাচে খেলতে না পারলেও ১৩ ম্যাচে ৪০৩ রান আসে তার ব্যাট থেকে। যার গড় ৩৬.৫৩ ও স্ট্রাইকরেট ১৪০.৪১। টুর্নামেন্টে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৮৫।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।