শেষ টি-২০ ম্যাচে বাংলাদেশ জিতলেই ‘বাংলাওয়াশ’ হবে ইংল্যান্ড। ওই ম্যাচে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে। জবাব দিতে নেমে ইংল্যান্ড অভিষেক হওয়া বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে।
ইংল্যান্ড ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৮ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ডেভিড মালান ও জস বাটলার। ওপেনার ফিল সল্ট স্টাম্পিং হয়ে গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছেন।
এর আগে রান খরায় থাকা লিটন দাস ভালো ব্যাটিং করেছেন। তিন ম্যাচের ওয়ানডে ও প্রথম দুটি টি-২০ ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে তিনি ৫৭ বলে ১০টি চার ও এক ছক্কায় ৭৩ রান করেছেন। নাজমুল শান্ত ৪৭ ও রনি তালুকদার করেছেন ২৪ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।