ঢাকাMonday , 20 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের বিপক্ষে অভিষিক্ত ভারতীয় অলরাউন্ডার

BDKL DESK
October 20, 2025 11:12 pm
Link Copied!

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অলরাউন্ডার পারভেজ রসুল। সোমবার (২০ অক্টোবর)‘স্পোর্টস্টার’ ওয়েবসাইটে নিজের অবসরের কথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

ভারতের হয়ে একটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পারভেজ রসুল। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন তিনি। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে ১০ ওভারে ৬০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টিতে রসুল একমাত্র ম্যাচটি খেলেন ২০১৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। কানপুরের সেই ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে ৬ বলে ৫ রান করেছিলেন তিনি। এরপর বল হাতে চার ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন।

জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা না হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন পারভেজ রসুল। ১৭ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি। যেখানে ৯৫ ম্যাচে ব্যাট হাতে ৫৬৪৮ রান এবং বল হাতে ৩৫২টি উইকেট শিকার করেছেন।

১৬৪টি লিস্ট এ ম্যাচ খেলে ৩৯৮২ রান এবং ২২১টি উইকেট রয়েছে তার। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচ খেলে ৮৪০ রান এবং ৬০ উইকেট নিয়েছেন। আইপিএলে রসুল খেলেছিলেন ১১টি ম্যাচ। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন। ১১ ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছেন এবং ১৭ রান করেছেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।