অবশেষে সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কারের অর্থ বুঝিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে সাবিনা খাতুনের দল। সাফ ফুটবলের রানি এখন বাংলাদেশের মেয়েরা। ২০২২সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। তাই শামসুন্নাহার-সাবিনাদের ইতিহাস রচনায় ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গড়িমসির কারণে সেই চেক হস্তান্তর করতে পারেনি বিসিবি। ৬ মাস পার হয়ে যাওয়ায় আবার নতুন করে চেক ইস্যু করে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) হস্তান্তর করেছে ক্রিকেট বোর্ড।
তবে পূর্বঘোষিত পুরস্কার থেকে সমন্বয়ের জন্য বিসিবি ১ লাখ টাকা বাড়িয়ে মোট ৫১ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিসিবি। চেক হস্তান্তরের পর বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘গত অক্টোবরে চেক ইস্যু করা হয়েছিল। ৬ মাস পার হয়ে গেছে। আমরা নতুন করে আবার চেক ইস্যু করে তাদের হাতে তুলে দিলাম।’
জালাল ইউনুস জানান, যোগাযোগ ঘাটতির কারণে এই বিলম্ব। ‘তাদের সঙ্গে একটা যোগাযোগ ঘাটতি ছিল। আমরা চেয়েছিলাম এটা গত বছর দিতে। উনারাও ব্যস্ত ছিলেন। আমরাও কয়েকবার যোগাযোগ করেছিলাম। উনারা সময় করতে পারেননি, আমরাও চেক হাতে তুলে দিতে পারিনি।’
তবে ঈদের আগে মেয়েদের হাতে চেক দিতে পারায় উচ্ছ্বসিত বিসিবির এই কর্তা, ‘উনাদের সম্মানিত কোচ এখানে এসেছেন, প্লেয়াররা এসেছেন, সাবিনা এসেছেন, বাকি প্লেয়াররা আসছে, তাদের কাছে চেক হস্তান্তর করে আমরা আনন্দিত।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।