একসময় ওয়ানডে ক্রিকেটেই সবচেয়ে সফল ছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটেই টানা হারের বৃত্তে আটকে গিয়েছিল টাইগাররা। সবশেষ ১২ ওয়ানডেতে ১১টিতেই হার নিয়ে মাঠ ছেড়েছিল লাল-সবুজের দল। ঘরের মাঠে অবশেষে জয়ের ধারায় ফিরেছে মেহেদি হাসান মিরাজের দল।
শনিবার (১৮ অক্টোবর) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২০৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মিরাজ বলেন, ‘গত কয়েক ম্যাচ ধরেই আমরা ভালো খেলছিলাম কিন্তু জিততে পারছিলাম না। আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর মতো দল আমরা। ছেলেরা আজ দারুণ খেলেছে। সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজ বেশি হচ্ছে, ওয়ানডে তেমন হচ্ছে না। এখন ওয়ানডেও খেলছি।’
তিনি আরও বলেন, ‘শান্ত-হৃদয়কে কৃতিত্ব দিতে হবে। মিডল অর্ডারে অভিষিক্ত অঙ্কন ঠাণ্ডা মাথায় শান্ত থেকে খেলেছে, পরিস্থিতি অনুযায়ী। রিশাদ গ্রেট নক খেলেছে। এটাই এ বছর সর্বশেষ ওয়ানডে সিরিজ। তবে আগামী বছর অনেক ওয়ানডে সিরিজ আছে। পজিটিভ ক্রিকেট খেলতে হবে আমাদের। রান করতে হবে। রান এলে যেকোনো ম্যাচ জিতব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

