ঢাকাSunday , 2 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অবশেষে দল পেলেন লিটন

BDKL DESK
March 2, 2025 9:24 pm
Link Copied!

দর কষাকষিতে ঐকমত্যে যেতে না পারায় গতকাল শনিবার (১ মার্চ) পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগে দল পাননি লিটন দাস। অবশেষে অনিশ্চয়তার দোলাচাল থেকে মুক্ত হলেন তিনি। প্রিমিয়ার লিগ শুরুর ২৪ ঘন্টারও কম সময় আগে লিটনকে দলে টানলেন তামিম ইকবাল।

প্রিমিয়ার ক্রিকেটে তামিম ইকবালের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবে খেলবেন লিটন। আজ রোববার বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন তামিম নিজেই।

তামিমের মধ্যস্থতায় গুলশান ক্রিকেট ক্লাবে নাম লিখিয়েছেন লিটন। হেড কোচ খালেদ মাহমুদ সুজন রোববার সন্ধ্যায় জাগো নিউজকে বলেছেন, ‘আগামীকাল প্রথম ম্যাচে লিটন খেলবে না। দ্বিতীয় ম্যাচ থেকে সে মাঠে নামবে। ৬ মার্চ আবাহনীর বিপক্ষে পাওয়া যাবে লিটনকে।’

সুজন আরও বলেন, ‘লিটনকে আমাদের দলে (গুলশান ক্রিকেট ক্লাবে) দিয়ে দিয়েছে তামিম। আমরা তামিমের মাধ্যমেই লিটনকে পেয়েছি।’ এর অর্থ হলো- লিটনের পেমেন্ট তামিমই করেছেন বা করবেন।

লিটনের পুরোনো দল আবাহনী আগেই জানিয়ে দিয়েছে, তারা লিটনকে রাখতে পারবে না। কী করে রাখবে? আগেরবার তারার মেলা বসেছিল যে আকাশী-হলুদ শিবিরে, এবার তা ভাঙা হাট।

নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত এবং বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ছাড়া প্রতিষ্ঠিত ও নামী ক্রিকেটারদের সবাই বেশি টাকার প্রস্তাবে আবাহনী ছেড়েছেন আগেই। কাজেই, লিটনের অর্থের চাহিদা পূর্ণ করা সম্ভব হয়নি আবাহনীর। ডানহাতি ব্যাটার চেয়েছিলেন ৬০ লাখ টাকা। অফফর্মের লিটনকে এত টাকায় নিতে রাজি হয়নি কোনো দল।

লিজেন্ডস অব রূপগঞ্জ ৪০ লাখ টাকা প্রস্তাব করলেও লিটন তাতে রাজি হননি। তাই এবারের দলবদলে কোনো দলেই নাম লিখানো হয়নি লিটনের। নিজে টোকেন তুলে রেখেছিলেন। অবশেষে তামিমের মাধ্যমে গুলশানে যোগ দেন জাতীয় দলের এ টপঅর্ডার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।