ঢাকাWednesday , 16 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অবশেষে ডিপিএলে দল পেলেন মুস্তাফিজ, খেলবেন যে দলের হয়ে

BDKL DESK
April 16, 2025 10:15 pm
Link Copied!

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বে মাঠে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে। শোনা গিয়েছিল, পারিশ্রমিক নিয়ে কোনো ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়াতেই খেলছেন না টাইগার এই পেসার। পরে অবশ্য জানা যায়, কাঁধের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ২৯ বর্ষী এই বাঁহাতি পেসার। তবে মুস্তাফিজ-ভক্তদের জন্য সুখবর, ডিপিএলের সুপার লিগ পর্ব থেকে দেখা যাবে তাকে। খেলবেন শিরোপার লড়াইয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে মাঠে গড়াবে ডিপিএলের সুপার লিগের লড়াই। প্রথমদিনই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। এই ম্যাচ দিয়েই বাইশ গজে প্রত্যাবর্তন করবেন কাটার মাস্টার মুস্তাফিজ। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এরপর আর কোনো প্রতিযোগিতায় ম্যাচ খেলতে পারেননি তিনি।

এই সময়টায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন ফিজ। গত ক’দিন ধরে মিরপুরে নিয়মিত অনুশীলনও করেছেন তিনি। বাঁহাতি এই পেসার বর্তমানে পুরোপুরি ফিট রয়েছেন। প্রথম পর্বের ১১ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা আবাহনী লিমিটেডের সমান ১৮ পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে মোহামেডান।

ইনজুরিতে মোহামেডানের হয়ে সুপার লিগে খেলা হবে না পেসার তাসকিন আহমেদের। তাই দলের শক্তি বাড়াতে চেয়েছে মুস্তাফিজকে দলে টেনেছে সাদা-কালো শিবির। তাই মুস্তাফিজের ফেরাটা মোহামেডানের জন্য যেমন বড় সুবিধা, তেমনি ভক্তদের জন্যও এটা দারুণ খবর। মাঠের লড়াইয়ে ফিজ নিজেকে মেলে ধরতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।