অবশেষে ৬৮ দিন পর পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ধানমন্ডির আবাহনীর মাঠে ঘণ্টাব্যাপী অনুশীলন করেছেন সানজিদা-কৃষ্ণারা। এদিনের ঘণ্টাখানেকের অনুশীলনে ১৮ জন বিদ্রোহীর মাঝে উপস্থিত ছিলেন ১৩ জন।
এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে সামনে রেখে গত সোমবার ক্যাম্প শুরু করে বাংলাদেশ। যদিও এদিন বিদ্রোহীরা ছিলেন না এই সেশনে। তবে বিদ্রোহী খেলোয়াড় ও কোচ দুই পক্ষই প্রথমবারের মতো বসে আলোচনার টেবিলে। এরইপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া মাঠের অনুশীলন দিয়ে লম্বা সময় পর অবসান হলো নারী ফুটবলারদের বিদ্রোহের।
এরআগে, গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদমাধ্যমের কাছে কোচ বাটলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলে ধরেন বিদ্রোহী নারী ফুটবলাররা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।