ঢাকাFriday , 27 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অপ্রত্যাশিত রেকর্ড জাকিরের

Sahab Uddin
September 27, 2024 6:29 pm
Link Copied!

কানপুরে ভারতের বিপক্ষে ২৪ বল খেলে ০ রানে আউট হয়েছেন বাংলাদেশ ওপেনার জাকির হাসান। এতে অপ্রত্যাশিত এক রেকর্ড করেন বাঁহাতি এই ব্যাটার। বাংলাদেশের ইতিহাসে এর আগে এত বল খেলে কোনো ওপেনারের ০ রানে আউটের নজির নেই।

এতদিন ওপেনিংয়ে সবচেয়ে বেশি বল খেলে ০ রানে আউটের লজ্জা নিজের কাঁধে বহন করে আসছিলেন ইমরুল কায়েস। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ বলে মোকাবেলা করে কোনো রান না করেই আাউট হয়েছিলেন বাঁহাতি ওপেনার। আজ শুক্রবার কায়েসকে সেই লজ্জা থেকে মুক্তি দিলেন আরেক বাঁহাতি জাকির।

যেকোনো পজিশনে ব্যাটিংয়ে নেমে ৪১ বলে ০ রানে আউটের ইতিহাস আছেও বাংলাদেশের। সেটি সাবেক ক্রিকেটার মনজুরুল ইসলামের। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলে ০ রানে আউটের রেকর্ড। ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ১০ নম্বরে নেমে এই রেকর্ড করেন মনজুরুল।
এরপর ২০০৭ সালে ক্যান্ডিতে লঙ্কানদের বিপক্ষে ২৯ বল খেলে ০ রানে আউট হয়েছিলেন রাজিন সালেহ। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বল খেলে কোনো রান না করেই আউট হয়েছিলেন আফতাব আহমেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।