এমন রেকর্ডে নিশ্চিতভাবেই কেউ শীর্ষে উঠতে চাইবেন না। তবে অপ্রত্যাশিত সেই রেকর্ডে ভারতের কিংবদন্তি তারকা শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে শচীন ম্যাচ খেলেছেন ৬৬৪টি। এর মধ্যে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছেন ২৫৬টিতে। এতদিন হারের এই পরিসংখ্যানে শচীনের সঙ্গে যৌথভাবে ছিলেন বাংলাদেশ মুশফিক। তবে ঢাকা টেস্টে বাংলাদেশের পরাজয়ের মধ্য দিয়ে হারে এককভাবে শীর্ষে উঠে গেছেন তিনি।
২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়া মুশফিক অভিষেকের পর তিন সংস্করণ মিলিয়ে পরাজয়ের স্বাদ পেয়েছেন ২৫৭ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে এতগুলো ম্যাচ হারার নজির নেই আর কোনো ক্রিকেটারের।
মুশফিক ও শচীনের পর ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ হারার তালিকায় তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তিনি হারের স্বাদ পেয়েছেন ২৪৯ ম্যাচে। জয়াবর্ধনের পর তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও সনাৎ জয়সুরিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।