ক্রিকেট-ফুটবলের পর অন্যান্য ফেডারেশনেও উঠছে পরিবর্তনের ডাক। অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্তমান কমিটি বাতিল এবং অসৎ কর্তাদের শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছেন সাবেক অ্যাথলেটরা। আর টেবিল টেনিস খেলোয়াড়রা বৈঠক করেছেন নতুন কমিটির রূপরেখা নিয়ে।
সরকার পরিবর্তনের পর থেকে সরব হতে শুরু করেছেন বিভিন্ন ডিসিপ্লিনের সাবেক ও বর্তমান খেলোয়াড়, কর্মকর্তারা। এবার সাবেক অ্যাথলেটদের বিক্ষোভ। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুসহ বিভিন্ন কর্তার বিরুদ্ধে সোচ্চার তারা, জানিয়েছেন অপসারণ এবং শাস্তি দাবি। অনিয়ম-দুর্নীতির পাশাপাশি সাবেকদের লাঞ্ছনার অভিযোগও এনেছেন এক সময়ের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকারা।
বিক্ষোভের পর সাবেকরা বৈঠক করেছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের চাওয়া এবং পরিকল্পনা তুলে ধরার পরিকল্পনা তাদের।
উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান টেবিল টেনিস খেলোয়াড়রাও। এজন্য টেবিল ওয়ার্ক সারছেন তারা। অর্থাৎ বর্তমান কমিটি বাতিল চাওয়ার পাশাপাশি আগামীতে নির্বাহী কমিটিতে কে কে থাকতে পারেন সে তালিকা তৈরি হচ্ছে। এমনকি নির্বাহী কমিটির জবাবদিহিতার জন্য উপদেষ্টা কমিটির পক্ষে তারা।
টেবিল টেনিস ফেডারেশনে সহসভাপতি খোন্দকার হাসান মুনীর আর অ্যাথলেটিক্স ফেডারেশনে অভিযোগ সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুকে কেন্দ্র করে। দুজনই দেশের বাইরে থাকায় অভিযোগের প্রেক্ষিতে তাদের মন্তব্য জানা যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।