ঢাকাSaturday , 25 February 2023
  1. online casino
  2. philippines online casino
  3. slovenian online casino
  4. world cup cricket t20
  5. অলিম্পিক এসোসিয়েশন
  6. অ্যাথলেটিক
  7. আইপিএল
  8. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  9. আন্তর্জাতিক
  10. আরচারি
  11. এশিয়া কাপ
  12. এশিয়ান গেমস
  13. এসএ গেমস
  14. কমন ওয়েলথ গেমস
  15. কাবাডি

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ : টানা দুই জয়ে সুপার টুয়েলভে মেয়েরা

admin
February 25, 2023 12:48 pm
Link Copied!

অনূর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ নারী দল। অপরদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে আফিয়া প্রত্যাশারা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের পাহাড়সম সংগ্রহ পায় টাইগ্রেসরা। বিশাল রানের তাড়া করতে নেমে ১৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কান মেয়েদের ইনিংস।

এতে নিজেদের টানা দুই জয় পেয়ে যায় বাংলার মেয়েরা। এছাড়া লঙ্কানদের বিপক্ষে আজ জিতে যাওয়ায় ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত টাইগ্রেসদের।

এর আগের দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টাইগ্রেসরা তাদের ব্যাটিং সামর্থ্য দেখিয়েছে। তবে সেই ম্যাচে ওপেনার আফিয়া আর প্রত্যাশা দারুণ শুরু পেলেও সেটি ধরে রাখতে পারেননি বাংলার মেয়েরা।

আজ অবশ্য একই ভুল করেননি মেয়েরা। ওপেনিংয়ে মিস্টি সাহাকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন আফিয়া। যেখানে আফিয়া নিজেই করে ৫৩ রান। ৫টি চার ও ৩টি ছয়ে নিজের ইনিংসটি সাজিয়েছিলেন এই ব্যাটার।

এদিকে আফিয়ার বিদায়ের পর আউট হয়ে যান মিস্টিও। তিনি ২৪ বলে করেন ১৪ রান। টাইগ্রেসদের পক্ষে কেবল তিনিই ধীরলয়ে ব্যাটিং করেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে দারুণ খেলা দিলারা আক্তার এবং স্বর্ণা এই ম্যাচেও ঝড়ো ইনিংস খেলেন। এই দুইজন তৃতীয় উইকেট জুটিতে তোলেন ৮৬ রানের। এরমধ্যে স্বর্ণা ২৮ বলে করেন ৫০ রান। অপর প্রান্তে দিলারার ব্যাট থেকে আসে ৩৬ রান।

বাংলাদেশ মেয়েদের পাহাড়সম রান লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক ভিস্মি গুনারত্নে এবং দেওমি ভিহাঙ্গার ব্যাটে ভালো জবাব দিয়েছেন শ্রীলঙ্কা মেয়েরা। এই দুই জুটি মিলে গড়েছেন ৯৬ রানের জুটি। এছাড়া দুই জনই পান নিজেদের ফিফটি। তারপরও টাইগ্রাসদের হারাতে যথেষ্ট ছিল না এ জুটি। যদিও লঙ্কান অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮টি চার ও ১টি ছয়ে ৬০ রানে। শেষ দিকে দুলাঙ্গা দিসানায়েক টানা ৩ বলে ৩ চার হাঁকিয়ে কেবল হারের ব্যবধানই কমান।

বাংলাদেশের হয়ে এদিন বল হাতে ২ উইকেট নেন মারুফা। এছাড়া দিশা নেন ১টি উইকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।