ঢাকাThursday , 25 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অনিকের মুখে রিজওয়ানের বন্দনা, তানজিমের মুখে মাশরাফীর

Sahab Uddin
January 25, 2024 10:11 pm
Link Copied!

রাত পোহালেই সিলেটে শুরু হচ্ছে বিপিএলের জমজমাট লড়াই। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আপাতত এই ম্যাচের দিকেই চোখ সিলেটের ক্রিকেট ভক্তদের।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচের আগে বৃহস্পতিবার দুপুরে কঠোর অনুশীলন করেছে দুদল।

অনুশীলনের সময় গণমাধ্যমে কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার ও উইকেটরক্ষক জাকের আলী অনিক। সিলেটের পক্ষে কথা বলেন পেসার তানজিম হাসান সাকিব। দুজনের মুখেই নিজ দলের তারকা খেলোয়াড়দের বন্দনা শোনা যায়।

পাকিস্তানের ক্রিকেট তারকা মোহাম্মদ রিজওয়ান খেলছেন কুমিল্লার হয়ে। তাকে নিয়ে অনিক বলেন, ‘উনি তো খেলাধুলার ক্ষেত্রে হোক কিংবা দৈনন্দিন জীবনে, সব সময় ভালো সাজেশন দিয়ে থাকেন। উনার সাথে আমি সবসময় একটু বেশি থাকার চেষ্টা করি। সব সময় পজেটিভ টাইপের কথা বলেন। উনি এসে সবসময় দলকে চাঙ্গা রাখার চেষ্টা করেন। রাত ১২টা-১টার দিকে এসেই সকালবেলায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। কীভাবে ভালো করা যায় সেসব বলেছেন।’

এ বছর সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। গত বছর দলকে ফাইনালে তুললেও এবার তার খেলা নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। দলের অধিনায়কের বিষয়ে পেসার তানজিম সাকিব বলেন, ‘গত বছর মাশরাফী ভাই আমাদের নেতৃত্ব দিয়েছিলেন এবং আমরা ফাইনাল পর্যন্ত খেলেছিলাম। অধিনায়ক হিসেবে উনি বাংলাদেশের সেরা। মাশরাফী ভাই ফাইটার এবং লিডার। আমরা ছোটবেলা থেকে উনার খেলা দেখে আসছি। উনার পায়ে অনেকগুলো সার্জারি আছে। তারপরও খেলে যাচ্ছেন, এটা আমাদের জন্য বড় একটা অনুপ্রেরণা। বিশেষ করে পেস বোলারদের জন্য। উনি কখনও ব্যথাকে ব্যথা হিসেবে নেননি।’

প্রথম দুই ম্যাচ পরে সিলেটেও মাশরাফী খেলবেন কিনা, এমন প্রশ্নে তানজিম বলেন, ‘উনি খেলবেন কিনা, এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের বিষয়। দলই তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

সিলেটে খেলা নিয়ে বাংলাদেশি এই পেসার বলেন, ‘আমরা দুইটা ম্যাচ খেলেছি ঢাকায়। সেখানকার উইকেট আর সিলেটের উইকেট সম্পূর্ণ আলাদা। আমরা ঢাকায় যে ভুলগুলো করছি, চেষ্টা করবো সিলেটে যেন সে ভুলগুলোর সমাধান করতে পারি। দল হিসেবে যদি আমরা খেলতে পারি, তাহলে কোনো ব্যাপার না। যেকোনো দলের বিপক্ষে জয় তুলে নেয়ার সক্ষমতা আমাদের আছে।’

পরে ব্যাট করার বিষয়ে তানজিম সাকিব বলেন, ‘ঢাকার মতো সিলেটেও শিশির আছে। সেক্ষেত্রে পরে নেমে তুলনামূলক রান করতে সুবিধা হবে।’

সিলেটের পিচ নিয়ে কথা বলেছেন অনিকও। তিনি বলেন, ‘সিলেটের উইকেটে সবসময় রান হয়। উইকেট অনেক শক্ত থাকে, এবারও তেমনটাই আশা করছি।’

এ দিকে সিলেটে বিপিএল দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকরা। এবার ১২টি ম্যাচ হবে দুটি পাতা একটি কুঁড়ির দেশে। সেটি নিয়ে দর্শকদের আনন্দের শেষ নেই। আপাতত তারা মাঠে এসে খেলা দেখার অপেক্ষা করছেন। ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্বের বিপিএল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।