ঢাকাSunday , 29 December 2024
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

অনলাইন-অফলাইনে যেভাবে মিলবে টিকিট

Sahab Uddin
December 29, 2024 10:27 pm
Link Copied!

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি সরাসরি নির্ধারিত ব্যাংক শাখা থেকে টিকিট সংগ্রহ করার সুযোগ থাকছে। আজ থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য আজ রোববার (২৯ ডিসেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

দর্শকরা অনলাইনেও টিকিট সংগ্রহ করতে পারবেন এই লিংকে ভিজিট করে।

এদিকে বিপিএল শুরুর মাত্র একদিন আগে পর্যন্ত টিকিট বিক্রির প্রক্রিয়া সম্পর্কে বিসিবির পক্ষ থেকে সঠিক কোনো তথ্য না দেয়ায় সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আজ সকালে মিরপুর স্টেডিয়ামের সামনে অনেক ভক্ত বিক্ষোভ করেন এবং বিসিবির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। সমর্থকদের চাপে অবশেষে শেষ মুহূর্তে টিকিট বিক্রির প্রক্রিয়া ঘোষণা করতে বাধ্য হয় বিসিবি।

আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএল’র ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।

সরাসরি টিকিট বিক্রি করা হবে যেখানে:
মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো থেকে শারীরিক টিকিট সংগ্রহ করা যাবে। শাখাগুলো হলো:

মিরপুর শাখা (মিরপুর ১১)
মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং)
উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝামাঝি)
ধানমন্ডি শাখা (পুরনো রোড ২৭)
কামরাঙ্গীরচর শাখা
ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)।

টিকিটের মূল্য তালিকা:
ম্যাচ ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (এসবিএনসিএস), ঢাকা।

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২,০০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২,০০০ টাকা।
ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১,০০০ টাকা।
ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা।
ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১,০০০ টাকা।
ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড): ৫০০ টাকা।
ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা।
সাউদার্ন গ্যালারি: ৩০০ টাকা।
নর্দার্ন গ্যালারি: ৩০০ টাকা।
ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা।
ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড – জিরো ওয়েস্ট জোন): নির্দিষ্ট ৩০০ আসনের টিকিটের মূল্য ৬০০ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।