প্রস্তুতি ম্যাচ, তাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগটার যেন পূর্ণ সদ্ব্যবহার করছে বাংলাদেশ দল। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশের প্রথম একাদশে নেই খোদ অধিনায়ক সাকিব আল হাসান। নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমানকেও শুরুর একাদশে রাখা হয়নি। তবে যেহেতু প্রস্তুতি ম্যাচ, যারা একাদশের বাইরে আছেন তাদের পরখ করার সুযোগ থাকবে যে কোনো সময়।
সাকিবের অনুপস্থিতিতে এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।