আর মাত্র কিছুদিন পরই শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। ইতোমধ্যেই দলগুলো শুরু করেছে অনুশীলন। এবারের বিপিএলে শিরোপা জয়ের লক্ষ্যে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, রিয়াদ, মিরাজের মতো ক্রিকেটাররা থাকায় দলটির অধিনায়ক কে হবেন তা নিয়ে ছিল সংশয়। তবে, বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব ইস্যুতে মিরাজের সঙ্গে কথা হয়েছিল তামিমেরও।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। সেখানে তিনি অধিনায়কত্ব ইস্যুতেও মন্তব্য করেন। মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন এখনও আমি কোনো কিছু জানিনা। এটা টিমের মালিকের সিদ্ধান্ত। তামিম ভাই আমাকে বলেছিল তুই করলে ভালো হয় (অধিনায়কত্ব)। তিনি চাচ্ছেন যেন আমিই অধিনায়কত্ব করি। তারপর টিম ও মালিকের সিদ্ধান্ত। ’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারের বিপিএল হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে টুর্নামেন্টটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে এবারের বিপিএলটা হচ্ছ। এটা অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে, প্রস্তুতিটা ভালো হবে। বিশ্বকাপের আগে যদি এরকম একটা টুর্নামেন্ট আমাদের বিরাট একটা সুবিধা থাকবে। এখানে পারফর্ম করলে বিশ্বকাপে গিয়ে খেলাটা সহজ হবে। ’
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ আরও বলেন, ‘সবাই তো আশা করে বিপিএলে পারফর্ম করবে। আশা করি এবারের বিপিএলটা অনেক ভালো হবে। সবগুলো দলই মোটামুটি ভালো হয়েছে। আমাদের বরিশালও ভালো দল করেছে, এখন মাঠে খেলার অপেক্ষায়। ’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।