ঢাকাFriday , 13 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অতীতের রেকর্ড ভেঙে ভারতকে হারাতে চান বাবর আজম

BDKL DESK
October 13, 2023 9:25 pm
Link Copied!

আগামীকাল আহমেদাবাদে হবে ভারত-পাকিস্তান লড়াই। ম্যাচটিকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে দুই দলই। তবে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা না থাকায় বেগ পোহাতে হচ্ছে পাকিস্তানকে। যদিও দলটির অধিনায়ক বাবর আজম শুনিয়েছেন আশার কথা।

অতীতের ইতিহাস দেখে বোঝা যায় ভারতের বিপক্ষে জিততে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে পাকিস্তানের সামনে। স্বাগতিক দেশের কন্ডিশনের পাশাপাশি গত ম্যাচগুলোর পরিসংখ্যানও বলে দেয় ম্যাচটি ঠিক কতটা কঠিন হবে বাবার আজমদের জন্য। বিশ্বকাপে গত সাতবারের দেখায় একবারও জিততে পারেনি তারা। যদিও পাক অধিনায়ক জানিয়েছেন ভিন্ন কথা। কালকে রেকর্ড ভাঙার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বাবর আজম বলেন, ‘আমি অতীতের দিকে তাকাতে চাই না। আমরা চেষ্টা করব সামনে দৃষ্টি দিতে। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, আমরা সেটাই চেষ্টা করব। আমরা ভাবছি কাল কীভাবে ভালো পারফরম্যান্স করা যায়। আমি বিশ্বাস করি আমরা দল হিসেবে গত দুই ম্যাচ ভালো করেছি এবং একইভাবে সামনের ম্যাচে ভালো করতে চাই। ’

কন্ডিশন নিয়ে বাবরের ভাষ্য, ‘হায়দরাবাদে আমরা প্রায় দেড় সপ্তাহের মতো কাটিয়েছি। এখন আমরা এখানে। আমরা এটা বুঝতে পেরেছি প্রতিটি সফর আলাদা, কন্ডিশনও আলাদা। কোথাও টার্নিং উইকেট, কোথাও ব্যাটিং সহায়ক, কোথাও আবার পেসারদের জন্য। তো নির্দিষ্ট মাঠের উইকেট কেমন হবে সেভাবে নিজেদের পরিকল্পনা ঠিক করব। ’

আগামীকাল বাংলাদেশ সময় ২টা ৩০মিনিটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।