টেস্টে ভালো করার জন্য ঘরের মাঠে আগে ভালো করার ধারাবাহিকতা চান টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মনে করেন, ঘরের মাঠের ম্যাচগুলোতে নিয়মিত পরাজয় এড়ানো গেলে তা দেশের বাইরেও সাফল্য এনে দিবে। সেই সঙ্গে হোম টেস্টে দাপট দেখানোর অভ্যাস চান সাকিব।
দেশের বাইরে বাংলাদেশ টেস্ট দলের অবস্থা বেশ নাজুক। এমনকি ঘরের মাঠেও ইদানীং ভালো করতে পারছে না টাইগাররা। সাকিব মনে করেন, হোম টেস্টগুলোতে যেকোনো মূল্যে টাইগারদের জয় অথবা ড্র আদায় করে নেওয়া উচিৎ। সিরিজের ক্ষেত্রেও সাকিব যেকোনো মূল্যে পরাজয় এড়াতে চান। তিনি বলেন, 'সবাই মিলে বসে চিন্তাভাবনা করে আমরা যদি আগাই, তো আমার ধারনা এক-দেড় বছর সময় পেলে নিয়মিত ভালো ফলাফল করা সম্ভব। আমি বলব না যে টেস্ট ম্যাচ জিততেই হবে। কারণ, যখন কোনো দেশ অ্যাওয়ে ট্যুর করে, সফরকারী সবাই আন্ডারডগ থাকে। এখন নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন, ওরাও যখন বাইরে সিরিজগুলো খেলতে আসে হেরে যায়। ইংল্যান্ডে যখন ওয়েস্ট ইন্ডিজ আসছে হেরে যাচ্ছে, অস্ট্রেলিয়া যখন অন্য দেশে যাচ্ছে হেরে যাচ্ছে। ভারত যখন অন্য দেশে যায় তখন তারাও, আবার ভারতে যখন কেউ আসে তারাও হেরে যায়।'
তাই সাকিবের চাওয়া, বাংলাদেশ যেন নিজেদের ঘরের মাঠে ফেভারিট হয়ে ওঠে, 'একটা জিনিস নিশ্চিত করতে হবে, আমরা যেন ঘরের মাঠে না হারি। হয় আমরাও ড্র করব না হলে জিতব। এই উন্নতিটা যদি হয়, আমাদের হয়ত অনেক দূরে নিয়ে যাবে বাইরের পারফরম্যান্স গুলো। না-ও যেতে পারি! কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটটা খেলব, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সেজন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে দেশের সিরিজগুলোতে খুব ভালো করে খেলা যেন আমরা নিশ্চিত করি।'
আপাতত তাই দেশের বাইরের ফলাফল নিয়ে না ভেবে দেশে কীভাবে টেস্টের পরাজয় এড়ানো যায়, সেদিকেই মনোযোগ দিচ্ছেন সাকিব। তিনি বলেন, 'হারবো না বলাটা নেতিবাচক শোনায়। কিন্তু, আমরা যেন জিতি, না জিতলেও সিরিজটা যেন ড্র ছাড়া অন্য কোনো ফলাফল না হয়। আমরা ভালো খেলি টেস্ট ম্যাচ ধারাবাহিকভাবে। আপনাকে আগে ঘরে ভালো খেলা নিশ্চিত করতে হবে, তখন আপনি যখন দুইটা অ্যাওয়ে সিরিজ খেলে একটাতে খারাপ করবেন সেটা আসলে চোখে ধরবে না। তো এই কারণে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঘরের মাঠে ভালো খেলি।'