বিশ্বকাপের ট্রফির সঙ্গে ছবি তুলছেন আমন্ত্রিত অতিথিরা। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা করেছে ফিফা বিশ্বকাপ ট্রফির ট্যুর পার্টনার কোকাকোলা।
শুধুমাত্র কোকাকোলা বাংলাদেশের আমন্ত্রিত অতিথি এবং কোকাকোলার ক্যাম্পেইন থেকে টিকিট পাওয়া দর্শকরা বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাবান ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান। অবশ্য এই সফরের প্রথম দিন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়া হয়েছিলো বিশ্বকাপ ট্রফি।
সাধারণের ছবি তোলা শেষে বিকেলে আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে ট্রফি। বিশ্বকাপ ট্রফির আগমণ উপলক্ষ্যে সেখানে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্টের।