চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিতে পারলো না বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথুজের অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। দিন শেষে লংকান সিংহদের সংগ্রহ, ৪ উইকেটে ২৫৮ রান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার প্রথম সেশনটা ছিলো বাংলাদেশ-শ্রীলংকার সমানে সমানে লড়াই। কিন্তু সেই ধারা আর ধরে রাখা যায়নি। তাতে টাইগারদের বিপক্ষে বড় সংগ্রহের পূর্বভাস লংকান সিংহদের।
টস জিতে ব্যাটিংয়ের নামা শ্রীলঙ্কান শিবিরে ২৩ রানে, দিমুথ করুনারতেœকে সাজঘরে পাঠিয়ে প্রথম আঘাত হানেন নাঈম হাসান। দলের ৬৬ রানে ওশাদাকেও বিদায় করেন এই টাইগার স্পিনার।
তবে দ্বিতীয় সেশনে সাফল্য পাননি টাইগার বোলাররা। উল্টো রানের খাতা সমৃদ্ধ করতে থাকে সফরকারী শ্রীলংকা দলের ব্যাটাররা।
তৃতীয় সেশনের শুরুতেই ৫৪ রানে থাকা, কুশল মেন্ডিসের উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। তাতে ভাঙে ৯২ রানের জুটি। এরপর ধনাঞ্জয়ার সঙ্গে জুটি গড়ার চেষ্টা চলে অ্যাঞ্জেলো ম্যাথুজের। ধনাঞ্জয়াকে বিদায় করে তাদেরকে ২৫ রানেই থামিয়ে দেন সাকিব আল হাসান।
তবে দুইবার প্রাণ পাওয়া অ্যাঞ্জোলো ম্যাথুজকে থামানো যায়নি। ৮১তম ওভারে শরিফুলের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরিটি তুলে নেন ম্যাথুজ। বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি পেতে ম্যাথুজের লাগে ১৮৩ বল। দিন শেষে, ১১৪ রানে ম্যাথুজ এবং ৩৪ রানে অপরাজিত আছেন চান্দিমাল।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাঈম হাসান ৭১ রানে ২টি এবং তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান ১টি করে উইকেট তুলে নেন।