টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকার তিন নম্বরে স্থান করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সংস্করণে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় তিন নম্বরে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪০৮। তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসন।
তবে সবার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসনের রেটিং পয়েন্ট ৫৫৭। ৪১৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদী। আইসিসি প্রকাশিত মোট ২০ জনের তালিকায় ২৪৪ রেটিং পয়েন্ট নিয়ে, ১৭ নম্বরে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
আট নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (৩৫০)। নয়ে আছেন নাম প্রকাশ না হওয়া ওয়েস্ট ইন্ডিজের এক অলরাউন্ডার, যার রেটিং ৩২১। তালিকার তলানিতে ৩০০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।