ইন্দোনেশিয়ায় আইএসএসএফ জাকার্তা গ্রাঁ প্রিঁতে নারীদের ১০মিটার এয়ার রাইফেলে বোঞ্জ জিতেছেন নাফিশা তাবাসসুম।
এই ইভেন্টে থাইল্যান্ডের প্রতিযোগী স্বর্ণ এবং ভারতের প্রতিযোগী জেতেন রূপা। এদিকে, পুরুষদের ১০মিটার এয়ার পিস্তলে শাকিল আহমেদ শাকিল কোয়ালিফিকেশন রাউন্ডে ৫৬৭ স্কোর করে সেমিফাইনালে ওঠেন। শুক্রবার এই ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।