রেকর্ডের আরও কাছে চলে গেলেন রাফায়েল নাদাল। অবশ্য অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর প্রথম শট মারার আগেই জানতেন খেলোয়াড় জীবনের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের বড় সুযোগ রয়েছে এবার। এখনও পর্যন্ত সেই দরজা খোলা রইল। আজ শুক্রবার নাদাল সেমিফাইনালে মুখোমুখি হন ইটালির মাত্তেও বেরেত্তিনির। তাতে ৬-৩, ৬-২, ৩-৬ ও ৬-৩ গেমে জিতে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের পথেই আছেন স্প্যানিশ রাফায়েল নাদাল।
প্রথম দুই সেটে নাদাল ছিলেন দারুণ ক্ষরধার। কোর্টের চারপাশেই বল খেলতে থাকেন তিনি। তাতে ইটালিয়ান বেরেত্তিনিকে প্রতিরোধ গড়তে বশ বেগ পেতে হয়। দ্বিতীয় সেটে নাদাল ছিলেন নিজের মতোই। ৪-০ ব্যবধানে এগিয়ে থাকার পর, সপ্তম বাছাই বেরেত্তিনি দ্বিতীয় সার্ভে মাত্র এক পয়েন্ট জিতেছিলেন।
প্রথম দুই সেটে দীর্ঘ র্যালির প্রায় সবগুলোই ষষ্ঠ বাছাই স্প্যানিশ বাঁ-হাতির পক্ষেই ছিল। কিন্তু তৃতীয় সেটের মাঝামাঝিতে সেটটি নিজের দিকে ঘুরিয়ে দেন বেরেত্তিনি। শেষ পর্যন্ত বেরেত্তিনি জয় পান ৬-৩ গেমে। এতে ম্যাচটি গড়ায় চতুর্থ সেটে। চতুর্থ সেটে বেরেত্তিনির সার্ভ ভেঙে নাদাল আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তারপরে ৬-৩ এ সেট জিতে নেন। জয় শেষে বাতাসে তিনবার হাত পাম্প করে উদযাপন করেন।
এর আগে, রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচের সাথে নাদাল ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন। রবিবার রাতের ফাইনালে দানিল মেদভেদেভ ও স্টেফানোস সিসিপাসের মধ্যকার বিজয়ীকে হারাতে পারলেই। ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন রাফায়েল নাদাল।