সাতবারের জন্য ব্যালন ডি'অর পুরস্কার লিওনেল মেসির হাতে তুলে দেওয়ার পরে আলোড়ন শুরু হয়েছিল বিশ্বফুটবলে। দুর্দান্ত ছন্দে থাকা রবার্ট লিওনডস্কিকে অগ্রাহ্য করে আর্জেন্টিনিয় তারকাকে সেরা নির্বাচিত করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন লোথার ম্যাথুজও।
সোমবার রাতে বায়ার্ন মিউনিখ তারকাকেই ২০২১ সালের বর্ষসেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছে ফিফা। তাঁর কাছে এবার হার মানলেন বর্ষসেরার দৌড়ে থাকা লিওনেল মেসি এবং লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। নারী বিভাগে বর্ষসেরা হন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস। যিনি ব্যালন ডি'অর পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন। বিশেষ ট্রফি দেওয়া হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বছরের সেরা ম্যানেজারের পুরস্কার পেয়েছেন চেলসির থমাস টুখেল।
চলতি মৌসুমে স্বপ্নের ছন্দে থাকা লিওনডস্কি ফিফা বর্ষসেরার সম্মান পেয়ে অভিভূত। জানান, 'এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই পোলান্ড জাতীয় দলের সমস্ত সতীর্থকে, যারা না থাকলে আমি এই উচ্চতায় পৌঁছতে পারতাম না। তারপরে ধন্যবাদ জানাব বায়ার্ন মিউনিখের ফুটবলার এবং সাপোর্ট স্টাফকে, যাঁরা আমাকে আরও ক্ষুরধার করে তুলেছেন।'
গত সপ্তাহেই বুন্দেশলিগায় রিওনডস্কি হ্যাটট্রিক করেছেন কোলনের বিরুদ্ধে। লিগে তিনশো গোল করে স্পর্শ করেছেন কিংবদন্তি গার্ড মুলারের কীর্তিকে। সেই প্রসঙ্গ টেনে লিওনডস্কি বলেন, 'আমার কাছে আবেগের আর এক নাম ফুটবল। মাঠে নেমে যত বেশি সংখ্যক গোল করাই আমার লক্ষ্য থাকে। পাঁচ বছর বয়সে ফুটবলের হাতেখড়ি হয়েছিল। আজ মধ্য তিরিশে পৌঁছেও ছোটবেলার মতোই উত্তেজনা অনুভব করি মাঠে নামলে। খুব দ্রুত পা রাখবো ৩৭ বছরে। তবে বয়স আমার ফুটবলে থাবা বসাতে পারবে না। এভাবেই নিজেকে তীক্ষ্ণ রাখতে চাই।'