ওয়ালটন ৮ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ। রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশ পুলিশ ২২-০৩ পয়েন্টে বাংলাদেশ আনসার দলকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়।
আজ সোমবার ঢাকার পল্টন ময়দানে প্রতিযোগিতার ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। তৃতীয় হওয়া দলকে ট্রফি দেয়া হয়। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়কে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির ও বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক আজম আলী খান।
এবারের এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে নকআউট ভিত্তিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনাল খেলে। সেখান থেকে দুটি দল উঠে ফাইনালে।