ওয়ালটন ৮ম জাতীয় পুরুষ বেসবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। আজ রোববার সকালে পল্টন মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে ১৩-৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ পুলিশ। অপর সেমিফাইনালে বাংলাদেশ আনসার ১৮-৩ পয়েন্টে স্যান্ড এঞ্জেলকে হারিয়ে ফাইনালে উঠে।
আগামীকাল সোমবার সকালে প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে আনসার ও পুলিশ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। সেরা খেলোয়াড়কে করা হবে পুরস্কৃত।
এবারের এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে নকআউট ভিত্তিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনাল খেলে। সেখান থেকে দুটি দল উঠেছে ফাইনালে।