বল মাঠে গড়ানোর আগেই পরিত্যাক্ত হয়েছে মিরপুর টেস্টে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় দিনের খেলা। আনুষ্ঠানিক এক বিবৃতিতে বৃষ্টির কারণে টেস্টের তৃতীয় দিনের খেলাও পন্ড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবহাওয়া ভালো থাকলে চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
এর আগে সকাল থেকেই অবিরাম বর্ষণের কারণে ম্যাচ রেফারি দু’দলকেই টিম হোটেলেই থাকার পরামর্শ দেন। শেষে দুপুর দু’টার দিয়ে তৃতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়। এর আগে টস জিতে ব্যাট করে পাকিস্তান তোলে, ২ উইকেটে তোলে ১৮৮ রান। ব্যাটিংয়ে আছেন বাবর আজম এবং আজহার আলী।