বঙ্গবন্ধু বাস্কেটবল লিগের উদ্বোধনী দিনে জয় পেয়েছে রেঞ্জার্স ক্লাব, মোহাম্মদপুর বিসি। সকালে ধানমন্ডি বাস্কেটবল জিনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিকেলের সহ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.কে. সরকার।
উদ্বোধনী খেলায় রেঞ্জার্স ক্লাব ৭৫-৪১ পয়েন্টে ওল্ড ডিওএইচএসকে পরাজিত করে। অন্য ম্যাচে, মোহাম্মদপুর বিসি ৫৫-৪৬ পয়েন্টে হারায় ক্যান্টনিয়ান্স ক্লাবকে। এবারের লিগে ১৫টি দল অংশ নিচ্ছে।